শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

মাদ্রাসা থেকে নিখোঁজ, ৯দিনেও উদ্ধার হয়নি ১২ বছরের শিশু আপন

মোঃ হানিফ মিয়া লালমনিরহাট প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৪৪ Time View

লালমনিরহাটে মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার থেকে আলাউদ্দিন সরকার আপন নামে ১২ বছরের শিশু নিখোঁজ হওয়া এক মাদ্রাসা ছাত্রের ৯দিনেও সন্ধান মেলেনি। লালমনিরহাট সদর থানায় শিশু আপনের বাবা সন্তান হারানোর দায়ে একটি সাধারন ডায়েরি করেছেন।

শুক্রবার (২৪ মে) বিকেলে শিশু আলাউদ্দিন সরকার আপনের বাবা মোঃ জরিপ উল্লাহ তথ্যটি সাংবাদিকদের জানিয়ে সন্তানকে ফিরে পাওয়ার আবেদন জানান।

শিশু আলাউদ্দিন সরকার আপন লালমনিরহাট জেলা শহরের (পৌর এলাকার) বিএনপি কলোনীর মোঃ জরিপ উল্লার ছেলে।

সাধারন ডায়েরী ও আপনের পরিবার সুত্রে জানা যায়, শিশু আলাউদ্দিন সরকার আপন হারাটি ইউনিয়নের মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিক জলে থেকে নাজেরা বিভাগে পড়াশুনা করত। গত ১৬ মে দুপুরের দিকে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও শিশু আপনকে না পেয়ে মাদ্রাসা সুপার ওসমান গনি আলাউদ্দিন সরকার আপনের পিতা জরিপ উল্লাহকে সাথে নিয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ শুক্রবার ৯দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ শিশু আপনের কোন খোঁজ দিতে বা উদ্ধার করতে পারেন নাই। এ কারনে শিশু আপনের পরিবার তাদের সন্তানকে ফিরে পাবেন কিনা সঙ্কায় রয়েছেন। তারা জানেনও না তাদের সন্তান জীবিত আছে নাকি মরে গেছে।

শিশু আপনের বাবা জরিপ উল্লাহ বলেন, আজ নয়দিন ধরে ছেলেকে না পেয়ে আমি ও আমার স্ত্রীসহ পরিবারের সবাই পাগলের মতো হয়ে গেছি।আপনারা কিছু একটা করেন। আমার বুকের ধন শিশু সন্তান আপনকে ফেরত এনে দেন।

শিশু আপনের মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার কলিজার টুকরা সন্তান কোথায় আছে, কেমন আছে জানিনা। আজ নয়দিন হলো এখজো তার কোন খোঁজ পুলিশ পেল না। আমার সন্তানকে ছাড়া আমি বাঁচবো না। আমার বুকের ধনকে আমাদের কাছে ফিরিয়ে দেন।

মালিটারী তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার সুপার ওসমান গনি বলেন, আমরা চারিদিকে খোঁজার জন্য লোক লাগিয়েছি। আল্লাহ সহায় থাকলে তাকে আমরা খুব তারাতারি পেয়ে যাবো।

লালমনিরহাট সদর অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, শিশুটি নিখোঁজের একটি সাধারন ডায়েরি পাওয়ার পর পরই সব থানা গুলোকে এ বিষয়ে অবগত করা হয়েছে। এছাড়াও থানার এসআই শাহরুলকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। তিনিও শিশুটিকে উদ্ধারে তার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102