
বগুড়ায় ওয়ালটন গ্রুপের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে লাটারী বাণিজ্যে করে আসছিল চীফ টিভি নামের একটি ফেসবুক পেজের তরুণ-তরুণী।
ভ্রাম্যমান আদালতের অভিযানে লটারীর টিকিট বিক্রি করার সময় কয়েকজন তরুণ-তরুণীকে আটক করা হয়। তারপর তাদের মধ্যে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় সুনামধন্য ওয়ালটন গ্রুপের নামে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে ১০ টাকা মূল্যের লোভনীয় টিকিট বিক্রি করছে চীফ টিভি নামের ফেসবুক গ্রুপের আড়ালে থাকা এক ঝাক তরুণ-তরুণী।
এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ‘রেড সিগনালকে’ মুঠোফোনে জানান, ’তারা ওয়ালটন গ্রুপের নাম ব্যবহার করে লোভনীয় টিকিট বিক্রি করছিল এবং একটি টিভি চ্যানেলের নাম বলেছিল। পরে জানতে পারলাম তারা ভুয়া। আটককৃতরা দোষ স্বীকার করার পরে তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ওয়ালটন কর্তৃপক্ষকে এই প্রতারনায় বিষয়টি জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’