রায়পুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে আমজনতার আলোচনা-সমালোচনা – dainikprothombarta    
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির ব্যতিক্রমী ক্রীড়া উৎসব ধুনটে জামায়াত মহিলা বিভাগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাজীপুরে কালী মন্দিরে মতবিনিময় সভা: দল-মত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যয় রাজশাহী থেকে ঢাকাগামী সিলসিটি এক্সপ্রেস ট্রেন সরদহ স্টেশন পার হয়ে ট্রেনের বগি রেখে ইঞ্জিল চলে যায় ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নওগার মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা। রাজশাহীতে তারেক রহমান নির্বাচনী সম্মেলন কি প্রতিশ্রুতি দিলেন সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি

রায়পুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে আমজনতার আলোচনা-সমালোচনা

আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর)
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৭ Time View

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থীর অনুপস্থিতে কে ভালো, যোগ্য ও কাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে এ নিয়ে চলছে আমজনতার আলোচনা-সমালোচনা। তবে প্রত্যেক প্রার্থী বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- রায়পুর উপজেলা আ’লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ (প্রতীক আনারস), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ২নং উত্তর চরবংশী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, (প্রতীক মোটর- সাইকেল) পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এ বি এম মারুফ বিন জাকারিয়া (প্রতীক টিউবওয়েল) উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার গাজী (প্রতীক তালা)।

আগামী ২১ মে দ্বিতীয় মেয়াদে রায়পুরে ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে চেয়ারম্যান প্রার্থীরা বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রত্যেক প্রার্থীর কর্মী ও সমর্থকরা প্রচার- প্রচারণা ও প্রতীক সম্বলিত হ্যান্ডবিল বিতরণে ভোটাদের দ্বারে দ্বারে ঘুরছেন। নিজ প্রার্থীর গুণকীর্তনে চা স্টল, বাসষ্ট্যান্ড, জনবহুল স্থান মুখরিত হয়ে উঠছে। পছন্দের প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে বলে ভোটারদের আকৃষ্ট করতে চেষ্টা করছেন প্রার্থী ও কর্মীরা। পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে চালিয়ে যাচ্ছেন নানা কৌশল ও শ্রুতি মধুর বক্তব্য। সব মিলিয়ে গণসংযোগ ও প্রচারণায় যেন কোনো প্রার্থীর দম ফেলার ফুসরত নেই।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ২বারে মাজেদা আক্তার (প্রতীক প্রজাপতি) মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা আক্তার (প্রতীক কলস) মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহিনূর আক্তার (প্রতীক ফুটবল)।সহকারি রিটার্নিং অফিসার ও কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস জানান, আগামী ২১ মে এ উপজেলা পরিষদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি ৩প্লাটুন বিজিবি ও র‍্যাবের টহল টিম দায়িত্ব পালন করবেন। এছাড়াও এ উপজেলায় ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102