গাজীপুরে একসঙ্গে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত পুলিশের বিরুদ্ধে আদালতের সমন গায়েব করে গ্রেপ্তারের অভিযোগ মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত মাগুরা মহম্মদপুর পলাশবাড়ী ইউনিয়ন এর ঔতিহ্য ও কৃতি সন্তান, এ আর সাইফুল ইসলাম । সংস্কারের নামে বছরের পর বছর খোঁড়া রাস্তা ধুনটে ঠিকাদার লাপাত্তা, মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী

গাজীপুরে একসঙ্গে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

মাহাবুল ইসলাম গাজীপুর
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৫ Time View

গাজীপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। ১৬ মে বৃহস্পতিবার বিকেলে শহরের এলিট কেয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়৷ মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্ম এবং তাদের সুস্থ দেখে আনন্দিত ওই গৃহবধূর পরিবার।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম সজীব বলেন, ওই দম্পতির সন্তান কনসেপ্ট হচ্ছিল না। পরে আমাদের হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানার তত্ত্বাবধানে তাদের বাচ্চা কনসেপ্ট হয়। পরে আমরা জানতে পারি ৩টি সন্তান হবে। তখন থেকেই আমরা তত্ত্বাবধান করি৷সন্তান ও মা সবাই সুস্থ আছে৷

গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানা বলেন, প্রথমে নরমাল ডেলিভারি করতে চেয়েছিলাম কিন্তু পরিবারের অনুরোধ ও সন্তানদের ঝুঁকির কথা চিন্তা করে বৃহস্পতিবার বিকেলে আমার তত্ত্বাবধানে তিনটি সন্তান জন্ম দেন আফসানা। তাদের মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে। প্রত্যেক শিশুর ওজন দুই কেজির উপরে৷ আল্লাহর রহমতে মা ও সন্তানরা সুস্থ আছে।

ওই গৃহবধূর স্বামী প্রকৌশলী মো. রিপন মিয়া বলেন, আমরা সবাই আনন্দিত। একসঙ্গে তিনটি সন্তান হয়েছে দুই মেয়ে এবং এক ছেলে। তিন সন্তান ও আমার স্ত্রী সুস্থ রয়েছে, এটিই স্বস্তির এবং আনন্দের। প্রথম থেকেই এই হাসপাতালের তত্ত্বাবধানে রেখেছিলাম, শেষ পর্যন্ত সবকিছু সঠিকভাবে সম্পাদন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102