শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ তিনজন গ্রেপ্তার

মোঃ আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১১৩ Time View

বৃহস্পতিবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া ভোলানগর গ্রাম থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন:
আব্দুল আউয়ালের ছেলে মো. মোজাম্মেল (২৯) আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রাম
ইয়াছিন মিয়ার ছেলে ওমর ফারুক (৩২) বুড়িচং উপজেলার মোকাম গ্রাম
তাজুল ইসলামের ছেলে শাহপরান ওরফে সোহাগ (৩০) বুড়িচং উপজেলার মোকাম গ্রাম।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে আড়াইওড়া ভোলানগর এলাকায় অবস্থিত একটি ব্রিকফিল্ডের পাশে রাস্তার উপর অবস্থান নেয়।
মোটরসাইকেলে করে আসা তিনজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।
ধাওয়া করে তাদের আটক করা হয় এবং দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102