শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :

আজ স্বাধীনতার পদকপ্রাপ্ত শ্রমিক নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯১ Time View

আজ স্বাধীনতার পদকপ্রাপ্ত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণসভা, আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, গণভোজ ও তবারক বিতরণ।

এছাড়া সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকালে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন।

ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীরা নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102