শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

মাশহুরুত জামান বিপ্লব এই সময়েও কি অরাজকতা চলে??

  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৬৪ Time View

ভাড়াটিয়া বাহিনি এনে জোড়পূর্বক ধান কেটে নেবার চেষ্টা।
কি অভিনব বুদ্ধি!! এনেছেন এ্যাম্বুলেন্সে ড্ক্টর।যদি মারামারি হয়,তাৎক্ষনিক ট্রিটমেন্ট।।
সাধও মিটলোনা,আশাও পুরুন হলোনা।।

প্রিয় সুন্দরগঞ্জবাসী আসসালামুআলাইকুম।
দীর্ঘদিন হতে শ্রীপুর ইউনিয়নের সরকারী দিঘীর পার গ্রামে বসরত উল্লাহ ছেলে কুদ্দুস মিয়া প্রতিবেশি জলিল মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান এবং সোনার মিয়ার সঙ্গে জমি দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।এ নিয়ে বিজ্ঞ আদালতে উভয় পক্ষের মামলা মোকদ্দমা চলমান রয়েছে।

কুদ্দুস মিয়ার ছেলেরা ১২ বিঘা জমিতে ধান রোপণ করেছে। মোস্তাফিজুর রহমান গ্রূপ জোরপূর্বক সেই ধান কাটার জন্য গাইবান্ধা সহ বিভিন্ন জায়গা হতে ট্রাকে করে লোক, লাঠিসোটা এবং এ্যাম্বুলেন্সে করে ডক্টর নিয়ে আসে।মারামারি হলে-টিম সুন্দরগঞ্জ থানা মাননীয় পুলিশ সুপার জনাব মো:কামাল হোসেন, পিপিএম স্যারের কঠোর নির্দেশনায়-
সূত্র: গাইবান্ধা এর সুন্দরগঞ্জ থানার, এফআইআর নং-০৫, তারিখ-০৬/০৫/২০২৪ খ্রিঃ, জিআর নং-১৩২, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৪২৭/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ সংক্রান্তে এজাহারনামীয় পলাতক আসামী ১। মোঃ লাবু মিয়া (৪০), পিতা-মান্নান মিয়া, সাং- দক্ষিন ধানগড়া, ০৩নং ওয়ার্ড পৌরসভা, ২। মোঃ সিরাজ মিয়া (৫০), পিতা-মৃত ওসমান আলী, সাং- পূর্বপাড়া, (তদন্তে প্রাপ্ত সংশোধীত ঠিকানা) ৩। মোঃ আনোয়ার হোসেন (৪২), পিতা-আঃ আজিজ, সাং-দক্ষিন ধানগড়া, ০৩নং ওয়ার্ড পৌরসভা, ৪। মোঃ সবুজ মিয়া (২৯), পিতা-লাল বাদশা, সাং-দক্ষিন ধানগড়া, ০৩নং ওয়ার্ড পৌরসভা, (তদন্তে প্রাপ্ত সংশোধীত ঠিকানা), সকলের থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা এবং সুন্দরগঞ্জ থানার জিডি নং-২১৭, তারিখ-০৫/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-ফৌঃ কাঃ বিঃ ১৫১ সংক্রান্তে আসামী ৫। মোঃ আংগুর মিয়া (৩০), পিতা-মোঃ মফিজল হক, সাং-বালাটাবাজার, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাগণকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102