
গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় সড়কের পাশ থেকে জসিম মিয়া (২৮) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জসিম মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি বাসন থানা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।
জিএমপির সদর থানার উপপরিদর্শক বায়োজিদ নেওয়াজ বলেন, বৃহস্পতিবার সকালে চাপুলিয়া এলাকার লোকজন হাঁটতে বের হয়ে সড়কের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। ফেরার পথেও একই অবস্থায় দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের মরদেহ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রায় অসুস্থ হয়ে জসিম নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে লাশে আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন তিনি।’