টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে আবারও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু বাজারের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ওই ট্রান্সফরমারটি চুরি করে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা আঃ কদ্দুস বলেন, বুধবার দিবাগত রাতে প্রচন্ড গরমে রাত আড়াইটার দিকে আমি বাড়ির ওঠানে বসেছিলাম। ওইসময় বাজারের কাছ একটি সাদা রংয়ের হাইস গাড়ি আসে। গাড়িটি একটু ব্রেক দিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে যে ওই গাড়িটি নিয়েই চোরেরা আসছিলো।
স্থানীয়রা জানান, এই প্রচন্ড গরমের মধ্যে ট্রান্সফরমার চুরি হওয়ায় এলাকাবাসী ও কৃষকদের ব্যাপক ক্ষতি হয়ে গেল। তাই কর্তৃপক্ষের কাছে বিনীত আহব্বান যেন খুব দ্রুত এখানে ট্রান্সফরমার এর ব্যবস্থা করা হয়।