
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মেলাবাড়ীতে পাঁচ দিনব্যাপী ২০০ বছরে পুরনো ঐতিহ্যবাহী চিন্তামন ঘোড়ার মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতা আয়োজনের করা হয়েছে।
ঘোড়ার মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে ঘিরে ফুলবাড়ীসহ আশেপাশে বিরামপুর, পার্বতীপুর, দিনাজপুর এবং দেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে ক্রেতা-বিক্রেতা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী মেলাতে অবস্থান করছেন। গত ২৫ মে (বৃহ¯পতিবার) মেলা শুরু হলেও মূল আয়োজন ২৬ মে (শুক্রবার) দুপুর থেকে শুরু হয়।

আগামী ২৯ এপ্রিল (সোমবার) পর্যন্ত মেলাটি চলবে। বিভিন্ন বয়সী স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০ বছর পূর্বে ব্রিটিশ শাসনকাল থেকে মেলাটি স্থানীয় এক জমিদার আয়োজন করার পর থেকে আজো প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা উপলক্ষে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিভিন্ন রকম উৎসাহ মূলক পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করা হয়। মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দূর দূরান্ত থেকে মেলায় আসা ক্রেতা-বিক্রেতাদের জন্য রাত্রিযাপন সহ থাকার ব্যবস্থা করা রয়েছে।