প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার( ১৮ই এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ত্রিশাল দুখুমিয়া পার্কে এই প্রর্দশনীটি অনুষ্ঠিত হয়।
সকালে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত সারা দেশের ন্যায় এ সেবা সপ্তাহের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয়ভাবে ফিতা কেটে ও পাইড়া উড়িয়ে প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ-৭(ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণায়লয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবিএম আনিছুজ্জামান এমপি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা:নাজরীন সুলতানা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনী ও স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাড়, গাভী, বাছুর, হাঁস মুরগি, দেশী বিদেশি ছাগল নিয়ে আসে খামারি ও কৃষকরা। উন্নত জাতের দামী কবুতরের পালন করা খামারিরা তাদের কবুতর ও নানা জাতের পাখি নিয়ে এসেছে প্রদর্শনীতে।
স্টল বসেছে বিভিন্ন কোম্পানির প্রযুক্তি নির্ভর সেবা সামগ্রীর। অনুষ্ঠান শেষে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন ত্রিশালে জাতীয় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান এমপি।
প্রাণি সম্পদের এ সেবা সপ্তাহে ত্রিশালের বিভিন্ন গ্রামের কৃষক, খামারি, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।