জানা যায় বুধবার বিকালে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পর নরসিংদী জেলার মহিষাশুড়া ইউনিয়নের বালসাইর মধ্যপাড়ায় কৈ মাছ ধরার হিড়িক পড়ে।
ঐ ব্যক্তি মাছ ধরতে গিয়ে কৈ মাছ রাখার জায়গা না পেয়ে তাড়াহুড়ায় মুখে দাঁত দিয়ে ধরে রাখতে চাইলে মাছটি গলার ভিতরে ঢুকে যায়। পরে লোকজন নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।