মির্জাপুরে কাপড়ের দোকানে আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।
মির্জাপুরে কাপড়ের দোকানে আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি টাঙ্গাইলের মির্জাপুরে তৈরি পোশাকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
টাঙ্গাইলের মির্জাপুরে হাসান’স নামে তৈরি পোশাকের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের তোফাজ্জল মার্কেটের ওই দোকানটিতে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার পোশাক পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি দোকান মালিকের।
জানা গেছে, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দেড় ঘন্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকানের আইপিএস থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।