
ঘাটাইল উপজেলা প্রতিনিধি: মোঃ রবিউল হাসান
মঙ্গলবার (১৬ই এপ্রিল) মহিষমারা কলেজ প্রতিষ্ঠাতা মোঃ সানোয়ার হোসেন কৃষি সম্মানী স্ট্যান্ডর্ড চার্টার্ড ব্যাংক চ্যানেলে পুরষ্কারে মনোনীত হয়েছেন।
চ্যানেল আই হতে জানা যায়,
মধুপুর উপজেলার মহিষমারা কলেজ, মহিষমারা এর প্রতিষ্ঠাতা
জনাব মোঃ সানোয়ার হোসেন
কৃষিতে অনবদ্য অবদানের জন্য কৃষি সম্মানী পদক
স্ট্যান্ডর্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই এগ্রো এওয়ার্ড -২০২৩ পদক পেয়েছেন। এ অর্জনে দৈনিক প্রথম বার্তা পক্ষ হতে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।