নীলফামারী -ডোমার প্রতিনিধি,মোঃগোলাম রব্বানী-
আলু ফসলকে সরাসরি Infestation এর মাধ্যমে এবং পরোক্ষভাবে ভাইরাস সংক্রমণ করে আলুবীজ ফসলের গুণগত মানের অবক্ষয় করে।
তাপমাত্রা বেশি হলে এফিডের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এক সপ্তাহের মধ্যে পাঁচগুণ বৃদ্ধি পেয়ে থাকে। সাধারণত জানুয়ারী মাসের ১ম সপ্তাহ হতে এফিডের উপস্থিতি প্রকাশ পায় এবং ফেব্রুয়ারী মাসের ৩য় সপ্তাহের পর এর বংশ সর্বোচ্চ হারে বৃদ্ধি পায়। যা মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকে। তাই এফিডের প্রাদুর্ভাব থেকে বীজআলুর মান অবক্ষয় রক্ষা করে মানসম্পন্ন ভাইরামুক্ত বীজআলু উৎপাদনের জন্য অদ্য ২১-০১-২০২৪ তারিখ হতে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে চলতি ২০২৩-২৪ উৎপাদন মৌসুমে বীজআলু ফসলের মাঠে হামপুলিং কার্যক্রমের স্থির ও ভিডিও চিত্র।