
এম. শাহাবুদ্দিন দুর্গাপুর (রাজশাহী) :
আসন্ন দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফ এর বাসভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকালে চেয়ারম্যান প্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফ এর বাসভবনে আ.লীগের বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতিতে এ দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ওবায়দা মাসুম, মাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, ঝালুকা ইউনিয়ন চেয়ারম্যান আখতার হোসেন, কিসমত গানকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরমোহাম্মদ, নোওপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান পানাগর ইউনিয়ন চেয়ারম্যান আজাহার আলী খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজহার আলী সহ অত্র ওয়ার্ডের প্রায় তিন হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান ফিরোজ বলেন,শরীফুজ্জামান শরীফ ছাত্র রাজনীতিতে এক সময়ের দাপুটে রাজপথের লড়াকু সৈনিক। বর্তমানে আওয়ামী লীগের নিপিড়ীত-নির্যাতিত, শোষণ-বঞ্চনার শিকার নেতাকর্মীদের অধিকার আদায়ে তাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। উপজেলার হাজার হাজার বঞ্চিত ও নিপিড়ীত মানুষ এবার শরীফকে নিয়ে তাদের অধিকার আদায়ের স্বপ্ন দেখছেন। তারা তাদের সর্বস্ব বিলিয়ে এবার শরীফকে একটা জায়গায বসাতে চাই। যেখানে পাওয়া না পাওয়া বলে কোনো কথা থাকবে না।
আসন্ন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। এছাড়াও এই নির্বাচনে সবার অংশগ্রহণমূলক গ্রহনযোগ্য নির্বাচন। এমনকি দলীয় প্রতিক থাকছে না। আবার নির্বাচনে যারা চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন তারা আওয়ামী লীগের ঘরের মানুষ এখানে বিরোধীতা বলে কিছু নাই। ভোটারগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন।