
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবগঠিত ছাত্রলীগ কমেটির বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নব-গঠিত কমেটির সভাপতি জনাব আল মাহমুদ কায়েস এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল সরকার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর আজ দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করেন।
এই বহুল প্রতীক্ষিত ক্যাম্পাস ছাত্রলীগ কমেটির অন্যান্য নেতৃবৃন্দও আস্তে আস্তে ক্যাম্পাসে এসে উপস্থিত হোন। তাদের আগমনের পূর্বমুহুর্তে ক্যাম্পাসে আয়োজন করা হয় আনন্দ শুভাযাত্রা। যেখানে অংশগ্রহন করেছিলেন ক্যাম্পাসের সাবেক ও বর্তমান ছাত্রলীগ কমেটির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের সাধারন শিক্ষার্থীদগণ। বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটকে সাধারন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ক্যাম্পাসে আগমন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নব-গঠিত কমেটির সভাপতি এবং সাধারণ সম্পাদক।
তারপর সেখান র্যালি নিয়ে তারা ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দিয়ে এসে উপস্থিত হোন বঙ্গবন্ধু স্কয়ারে। তারপর নগঠিত কমেটির সভাপতি এবং সাধারণ সম্পাদক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মূলত এসব কার্যক্রমের মধ্য দিয়েই আজ রবিবার (৩১ মার্চ,২০২৪) নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম কার্যক্রম সম্পন্ন করেন এবং তাদের যাত্রা শুরু করেন।