
নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
নীলফামারীর ডোমারে আজ শুক্রবার সকালে ডোমার – বসুনিয়া সড়ক সংস্কারের কাজ শেষ না করে ঠিকাদারের কর্মচারী মালামাল নিয়ে যাওয়ার সময় আটকে দিল এলাকাবাসী। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ডোমার – বসুনিয়া সড়ক অবরোধ করে রেখেছেন এ রির্পোট লেখার সময় পর্যন্ত ( বিকাল চারটা)
সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামের মেম্বার পাড়ার আব্দুল মান্নানের পুত্র নুর আলম (৩৫) বলেন, আমার বাবার শ্বাসকষ্ট শুরু হয়েছে। রংপুরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, ডাক্তার বলছে, ধুলাবালির কারণে এ সমস্যা হচ্ছে। রাস্তার পাশে বাড়ি হওয়ার কারণে এ সমস্যায় পড়েছি।
একই এলাকার আসাদ আলীর পুত্র অটোরিকশা চালক আশিক ইসলাম বলেন,সপ্তাহে সপ্তাহে চাকা,স্প্রিং, পাতি,ব্রেক সু,টায়ারের সমস্যা হচ্ছে , তাছাড়া সময় বেশী লাগে, গাড়ী দুর্ঘটনায় পড়ে।
ওই এলাকার হবিবর রহমানের পুত্র প্রবাসী নুর হোসেন বলেন,আমার জমিতে মালামাল রেখেছে, চার মাস থেকে কোন ভাড়া দিচ্ছে না। ওই এলাকার জয়নাল ইসলামের পুত্র ও মিথিলা ( বিশেষ ধরনের ভ্যান) চালক আবু বক্কর সিদ্দিক (৩৫) জানান,আমার বোনের ডেলিভারি সমস্যা ছিল। এ দিক দিয়ে যেতে না পেয়ে ১৭ কিলোমিটার ঘুরে ডোমার হাসপাতালে নিয়ে গেছি।
ওই এলাকার মৃত বাসর উদ্দিনের পুত্র আব্দুল হাই (৭২) বলেন, জাল্লীর মোড় থেকে বসুনিয়া হাট পযর্ন্ত রাস্তা ভালো ছিল। ভালো রাস্তা ভেংগে চার বছর ধরে জনগণকে বেকায়দায় ফেলেছে।
ঘটনাস্থলে আসা ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী বলেন, বসুনিয়া হাট একটি গুরুত্বপূর্ণ হাট। সড়কটিও গুরুত্বপূর্ণ। আমি ইউএনও মহোদয় কে জানিয়েছি।
এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠান ঝিনাইদহের ইউনিক কনষ্ট্রাকশন (প্রা:) লি: এর প্যাডে থাকা নম্বর ০১৭৩৭-১৩৫৫০৫ ফোন করলে ওহিদ জামান নামে এক ব্যাক্তি ফোন ধরে বলেন, আমি মুল ঠিকাদারের জামাই। আমি তো বলতে পারছি না, আপনি ঠিকাদারের ছেলের সংগে কথা বলেন, উনি দেখাশুনা করেন বলে তার নম্বর দেন। কিন্তু ০১৭১৫ – ৬০২৬০১ ফোন রিসিভ করেন নাই।
এ ব্যাপারে ডোমার উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম বলেন, আমি ৪/৫ হল ঠিকাদারের সংগে যোগাযোগ করতে পারি নাই, তাদের প্রতিনিধির সংগে কথা হয়েছে। তিনি বলেছেন, আমরা তিনটি সড়কের প্যাকেজে কাজ করছি,একটি সড়কের এক কিলোমিটার বাকী আছে, ওইটি শেষ হলে এই সড়কের কাজ ধরবেন। তাদের একটা পেমেন্টেরও সমস্যা আছে বোধহয়।
এ ব্যাপারে ডোমার উপজেলা নিবার্হী অফিসার মো: নাজমুল আলম বিপিএএ বলেন, ওই কাজের সংগে আমার কোন সম্পৃক্ততা নেই।