রাংগামাটি জেলা প্রতিনিধি:-
রাংগামাটি জেলার লংগদু উপজেলার বাবুল মিয়া কে গত ২৩/১১/২০২২ ইং তারিখে অনুমানিক রাত ২.০০ টার পর হত্যা করা হয়ছিলো। হত্যাকারি’রা বাবুল কে খুন করে রাস্তায় রেখে চলে যায়। সকালে যখন শিশুরা মাদ্রাসায় যায় তখন বাবুল এর লাস দেখতে পেয়ে আশে পাশের মানুষ’কে ডাকে। স্থানীয় মানুষ প্রশাসন কে খবর দেয়। তখন পুলিশ তরজন্ত করে সন্দেহজনক ভাবে নুরুল ইসলাম নামে এক জন’কে আটক করে। পরবর্তীতে পুলিশ তরজন্ত চালাতে থাকে কিন্তু কোনো আশা রুপ রিপোর্ট বের করতে পারেনি।এদিকে আটককৃত আসামি নুরুল ইসলাম জামিনে চলে আসে। এই হত্যাকান্ডের সাথে জরিত’রা যেনো আড়ালে পড়ে বেঁচে গেলো দেখার যেনো কেউ নেই। এদিকে বাবুল মিয়ার পরিবার অসহায় অবস্থায় বিচার চেয়েই যাচ্ছে। বাবুলের পরিবারে বাবুল ছারা কোনো উপযুক্ত বা ফ্যামেলির হাল দরার মত পুরুষ লোক নেই ওর ফ্যামিলিতে তার ছোট দুই ছেলে এক মেয়ে তার বউ তার মা এবং মানসিক পাগল একটা বোন বাবুল এই মৃত্যুর পর তাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ এদিকে বাবুল হত্যার মামলার খরচ তার ফ্যামিলি চালাতে পারছে না বিধাই এই হত্যাকান্ড আড়ালেই পড়ে যাচ্ছে। তার পরিবার দৈনিক প্রথম বার্তা কে জানায় তারা সঠিক বিচার চায় এই হত্যাকান্ডের সাথে জরিত সকল কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমৃল্যক শাস্তি চাই