শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :

গাজীপুর টঙ্গী তারগাছ ১৩২ (kv)বিদ্যুৎ লাইনে একজনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৪৩ Time View

গাজিপুর প্রতিনিধি:-

আজ ৭ টা ১০ মিনিটে টঙ্গী -কবিরপুর ১৩২(KV)বিদ্যুৎ লাইনটি মাহে রমজানের আজকের এই দিনে আরো একটি প্রাণ কেড়ে নিল। বিগত পাঁচ বছরে কম করে না হলেও ১০ জন মানুষ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। সূত্রে জানা যায় এলাকাবাসীর বলেন আইন-কানুন নিয়ম-নীতির তোয়াক্কা না করের যত্রতত্রহীন ভাবে এরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইন নির্মাণ সম্পূর্ণ আইন বহির্ভূত। ১৯৮২ সালে লাইনটি নির্মাণের শুরু হয় । গ্রামে লোক প্রতিবাদ করে আসছিলেন। গ্রেফতার ও হয়েছিলেন। ১৯৯৩ সনে গাজীপুর এডিএম কোর্টে মামলা করেন। মামলাটি খারিজ করে দিলে ৯৪ সনে মহামান্য হাইকোর্টের রিট করেন।২০০০ সালে আমরা রিটের রায় পাই।রিটের রায়ে বলা ছিল গাজীপুর ডিসট্রিক কমিশনার সাহেবকে ছয় মাসের মধ্যে এর যথাযত ক্ষতিপূরণ ও বিদ্যুৎ আইন মেনে লাইনটি পুন: নির্মাণ করার।যথাযথ ব্যবস্থা না পেয়ে ২০০১ সনে এলাকাবাসী আবার একটি মানি মামলা করেন।দীর্ঘ ১৫ বছর মামলাটি একতরফা চলার পর কোন এক অদৃশ্য কারণে মামালটি আদালত খারিজ করে দেন। এলাকাবাসী জানায় । ছেলেটি নাম কবির হোসেন বয়স (৩০বসয়) জেলা গাইবান্ধা পিতা মোঃ শফিকুল ইসলাম । ছেলে টি পেশা রাজমিস্ত্রি কাজে নিয়েযেতে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102