
মোঃঅহিদুজ্জামান লস্কর অপু
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্প থেকে গত শুক্রবার ভোর পাঁচটায় একটি মাহিন্দ্র ২৭৫ ট্রাক্টর চুরি হয়েছে। ট্রাক্টর হেলপারের বুরহানের মাধ্যমে গাড়ির মালিক আবু সায়েদ জানতে পারেন পাম্পে গাড়িটি নেই।তৎক্ষণাৎ গাড়ির ড্রাইভারকে ফোন দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। ঘটনা বিবরণিতে পাওয়া যায় গাড়ির পাম্পের ভিতরে যে জায়গায় সবসময় রাখত সিসিটিভি আওতায় ছিল। ঐ দিন সিসিটিভি আওতায় না রেখে একটু বাহিরে রেখেছে। ট্রাক্টর মালিকের বিষয়টি সন্দেহ হয়।তৎক্ষনাৎ বিষয়টি জিলান পাম্প কতৃপক্ষকে জানালে উনার সিসিটিভি ফুটে আমাকে সরবরাহ করে।মালিক পক্ষ ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয় এই চুরি সাথে ড্রাইভার জড়িত।তখন সে পালিয়ে যায়। একমাত্র অবলম্বন ট্রাক্টরটি হারি দিশেহারা হয়ে সরাইল থানায় জিডি করেন।উনি দ্রুত দ্রুত ট্রাক্টর উদ্ধার পূর্বক ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রতিবেদকে সাথে কথা হয়েছে মালিকের ছোট নাঈম জানান সে দীর্ঘ দিন ধরে পরিকল্পনা করেছে গাড়িটি চুরি করার জন্য, আমি শতভাগ নিশ্চিত সে চুরি সাথে জড়িত। আমি সরাইল থানা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ ড্রাইভারকে দ্রুত গ্রেফতার করে গাড়িটি দ্রুত উদ্ধার করার।আমার অসুস্থ ভায়ের একমাত্র সম্বল গাড়িটি রুটি-রুজির একমাত্র অবলম্বন।