
লাল পুর উপজেলা রিপোর্টার, মোঃ মাসুদ রানা
লালপুরের টিভি মেকানিক সোহেল হত্যাকান্ডে রহস্য উদঘাটন করেছে পিবিআই নাটোর ইউনিটি। এঘটনায় অভিযুক্ত শফিকুল ও কুলসুমাকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তি জানায়, অভিযুক্ত শফিকুলের স্ত্রী কুলসুমা খাতুনের সাথে টিভি মেকানিক সোহেলের অবৈধ সম্পর্ক ছিল। ঘটনার দিন গত ১৩ মার্চ সন্ধ্যা ৭.৩৪ মিনিটে কুলসুমা তার ব্যবহৃত মোবাইল ফোন হতে সোহেলকে ফোন করে তার বাড়ীতে ডেকে নেয়। অভিযুক্ত শফিকুল তার বাড়ীর নিকটবর্তী ইদ্রিসের চায়ের দোকান হতে চা খেয়ে রাত সাড়ে ৯টায় তার বাড়ীতে প্রবেশ করলে সোহেলকে তার ঘরের খাটের উপর বসে থাকতে দেখে শফিকুল ক্ষিপ্ত হয়ে সোহেলের জামার কলার ধরে তাকে ঘুষি মারে এবং গলা চেপে বিছানার উপর শোয়ায়ে ফেলে এরপর হাতের কাছে থাকা গামছা দিয়ে সোহেলের গলায় ফাঁস লাগায়। তখন সোহেল দুর্বল হয়ে গেলে সোহেলের গলায় গামছা পেচানো অবস্থায় তার বাড়ীর উঠানে নিয়ে আসে এবং সোহেল এর গলায় জোড়ে ফাঁস দেয়। সোহেল মারা গেলে শফিকুল তার পা ধরে টেনে নিয়ে বাড়ীর নিকটে মজেরের ভুট্টাক্ষেতের আইলের উপর লাশ ফেলে রেখে বাড়ী হতে পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেখানো মতে হত্যাকান্ডে ব্যাবহৃত গামছাটি আসামীর বাড়ী হতে উদ্ধার করে জব্দ করেন।