
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা প্রতিনিধি।।
মহামান্য হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। এদিকে আজ মঙ্গলবার (১৯ মার্চ) লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে রায়পুর বিডি ভয়েস নামক একটি অনিবন্ধিত নিউজ পোর্টালের ৪ বছরপূর্তীর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন সহ আরো অনেকে।
বিষয়টি নিয়ে সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। সচেতন মহলের বক্তব্য- যেখানে মহামান্য হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন সেখানে
রায়পুর বিডি ভয়েস নামক অনিবন্ধিত নিউজ পোর্টাল এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে রাস্ট্রের আইন প্রণেতা সাংসদ, উপজেলার প্রধান জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করে অনিবন্ধিত বেআইনী প্রতিষ্ঠানকে বৈধতা দিলেন কোন ক্ষমতায় বা কোন আইনে? তারা এ বিষয়ে নির্বাহী ব্যক্তিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।