
মাহাবুল ইসলাম
আজ বৃহত্তর ময়মনসিংহের উত্তরাঞ্চলের ঐতিয্যবাহী বিদ্যাপীঠ “ফুলপুর সরকারি কলেজ” এর ৫৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী।
১৯৬৯ সালে ১৩ মার্চ আমার দাদা, মরহুম এ. কে. এম ফজলুল হক “ফুলপুর সরকারি কলেজ” প্রতিষ্ঠা করেন।
অত্র কলেজে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা ও ৩য়/৪র্থ শ্রেনীর কর্মচারী এবং অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের কে জানাই, উষ্ণ ভালোবাসা এবং লাল গোলাপ শুভেচ্ছা।
প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে ফুলপুর সরকারি কলেজের অবকাঠামোগত এমং শিক্ষার গুণগত মান এর ধারাবাহিক উন্নতি কামনা করি।
কলেজ প্রতিষ্ঠাতা মরহুম এ. কে.এম ফজলুল হক ও উনার পরিবারবর্গের জন্য সকলের নিকট দোয়া চাই।
সবাই সব সময় সুস্থ এবং নিরাপদ থাকুন।