নয়নতারা
মোঃ আবির ইসলাম
টানা টানা চোখ তোমার মুখ ভরা হাসি,
সেই চোখে আমি আমার স্বপ্নে জলে ভাসি
অচীন তারার মাঝে কেন তোমার নয়ন ভাসে,,
তাইতো বেকুল মন তোমার কাছে ছুটে আসে
নদীর তীরে তোমায় আমি দেখেছি যখন
প্রেমে পরেছি আমি তোমার দুই নয়নে তখন,
আমি আজীবন থাকতে চাই তোমারি পাশে
এই নয়ন জেনো সারাজীবন আমার হয়ে আসে,,
একাকী মন আমার যাব আমি একা
পথ চলার সাথী তুমি করবে তুমি দেখা..?
জানিনা কতদূর হবে এই মিলন
শুধুই কি আসায় বসে থাকবো আমরা দুজন
জানিনা কত রাত ঘুমাতে পারিনি বন্ধু তোমায় ছাড়া,
আদো কি হবে দেখা ঘুমের প্রহরে নয়নতারা মাঝে
স্বপ্নে থাকবো একবেলা।