
মাহাবুল ইসলাম গাজীপুর
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করে মোঃ তরিকুল ইসলাম বয়স ( ১৯ বছর )পিতা মোঃ শফিকুল ইসলাম বয়স মাতা মোছাঃ প্রিয়া খাতুন গ্রাম বাগবাড়ি থানা গাবতলী জেলা বগুড়া ৪১ দিনের জন্য আল্লাহর রাস্তায় বাহির হয় তিনি জানিয়েছেন আল্লাহর রহমতে সকলের দোয়ায় সবার মাঝে ইসলামের দাওয়াত তালিম মেসাব খেজমত আমির হুজুরের কথা অনুসারে চলেছে। উত্তরবঙ্গের দিগের গিয়েছিলাম ওই এলাকার লোকসংখ্যা অনেক ভালো তারা আমাদের প্রতি খুবই খেয়াল রেখেছে সবাই নামাজে এবং ইসলামী অনুযায়ী চলে । আমি গ্রামে বাড়ি ফিরে এলাম আল্লাহর রহমতে আমি গ্রামের বাড়িতে একটি সুন্দর মসজিদ স্থাপন করবো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি ।