
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ১৫ নং নবী পর পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো:জাকির হোসেন।
তিনি বলেন বাজার কমিটির নিয়ম নীতি অনুসারে চেয়ারম্যান হিসেবে উক্ত বাজার কমিটির আমি সভাপতি।
কিন্তু এতোদিন অবৈধ এবং অনুমতিহীন অযোগ্য কমিটি দিয়ে বাজার পরিচালনা করে আসছিলো।
যার ফলে কোনো শৃঙ্খলা ছিল না,তাই আজ ১৮ জানুয়ারি ২০২৪ ইং আগের অবৈধ এবং অনুমতিহীন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করলাম।
কোম্পানীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীদের সর্বাত্মক সুযোগ সুবিধা ও কল্যাণের কথা ভেবে,আমি নবনির্বাচিত এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের সাথে পরামর্শ করে,আমার সাথে আরও কিছু সদস্য নিয়ে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য কমিটি উপহার দিবো।
এই কমিটি কোম্পানীগঞ্জ বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনতে যা-যা করা প্রয়োজন তা-ই করবে এবং ব্যবসায়ীদের সুবিধার্থে কোম্পানীগঞ্জ বাজারের শৃঙ্খলা ও যানজট নিরশনে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান (১৪ নং নবী পুর পূর্ব ইউনিয়ন পরিষদ)।
১৫ নং নবী পুর পশ্চিম ইউনিয়নের ব্যক্তিবর্গসহ কোম্পানীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ জনগণ।