
মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাসার ৮টি কক্ষ পুড়ে গেছে।
সোমবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
গাজীপুর ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, ‘দুপুরে সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের লক্ষীপুরা এলাকায় সেমিপাকা টিনশেড ভবনে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই ভবনের ৮টি কক্ষ, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, আসবাবপত্র সহ ও অন্যান্য ব্যবহৃত সামগ্রী পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’