শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

বাংলাদেশের সর্বোচ্চ আখ উৎপাদন, সরবরাহ এবং চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান নবেসুমি

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৬ Time View

লালপুর নাটোর প্রতিনিধি,মাসুদ রানা: বাংলাদেশের সর্বোচ্চ আখ উৎপাদন, সরবরাহ এবং চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান নবেসুমি। তাছাড়া বাংলাদেশ একমাএ আইএপি অর্জনকারী প্রতিষ্ঠান নাটোরের লালপুরে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯১তম মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষনা করা হয়েছে।
রবিবার( ৩ মার্চ ২০২৪)ভোর পৌনে চারটার দিকে ২০২৩-২০২৪ আখ মাড়াইয়ের আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত করা হয়।
এর আগে গত ১০ নভেম্বর ২০২৩) বিকেলে ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। এবারে মিলটি ১১৪ দিনের মাড়াই মৌসুমে মোট চিনি উৎপাদন ১০ হাজার ৫২৫ মেঃটন।যা গত মৌসুমে ছিল ৪হাজার ৪০৭ মেঃটন।চিনি আহরণ হার অদ্য ৬.৬২%,অদ্যাবধি ৫.৬৮%।যা গত মৌসুমে ছিল ৫.৩৬%।মোট ১ লাখ ৮৮ হাজার ৬৩৩ মে: টন আখ মাড়াই করা হয়েছে।গত বছর ছিল ৮১হাজার ৮২৯ মেঃটন।তাছাড়া গত ১০ বছরে রেকর্ড এবারই কারখানায় আখ সরবরাহ গড়ে প্রায় ১৩ মেঃটন অর্জন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102