
গাজীপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
সম্প্রতি গাজীপুরের পাজুলিয়া সহ মহানগরের বিভিন্ন স্থানে আয়োজিত এসব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মঞ্জুরুল করিম রনি। সভাগুলোতে তিনি নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।
সভায় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তিনি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাগুলোতে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা এবং নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়।