
(নওগাঁ) উপজেলা প্রতিনিধি :
মান্দায় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার জনাব ডাঃ আ ন ম বজলুর রশিদ।
আজ শুক্রবার ২৩ শে জানুয়ারি বেলা ৩ টায় তিনি শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরে আসেন এ সময় উনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলা, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এসিল্যান্ড নাবিল নওরোজ বৈশাখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ সরকার, সাধারণ সম্পাদক স্বত্যেন্দ্রনাথ প্রামানিক, সহ-সভাপতি পূর্ণচন্দ্র কুন্ডু, অনুপ কুমার মোহন্ত, শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের যুগ্মসাধারণ সম্পাদক প্রদেশ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার মন্ডল সহ আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও মন্দিরের ভক্তবৃন্দ। এ সময় কমিশনার মহোদয় মন্দির ঘুরে দেখেন এবং মন্দিরে পরিবেশ দেখে প্রশংসা করেন। এবং মন্দিরের সার্বিক বিষয় নিয়ে মন্দির কমিটির সাথে বিভিন্ন আলোচনা করেন।