
(নওগাঁ) উপজেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলার শাখার পক্ষ হতে শাকসু নির্বাচন স্থগিত ও অনতিবিলম্বে শাকসু নির্বাচনের দাবিতে প্রতিবাদ এবং এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ টি মন্দা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা চত্বরের রাস্তা দিয়ে উপজেলা চৌরাস্তার মোড়ে উপস্থিত হয়ে বক্তারা প্রতিবাদ স্বরূপ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, সভাপতি মান্দা উপজেলা পশ্চিম, মোঃ রোমান ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মান্দা থানা পূর্ব, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুস শুকুর আমানুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর অফিস সম্পাদক। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক সভাপতি মান্দা উপজেলা ছাত্রশিবির,
মোঃ সেলিম রেজা, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা শাখা। উক্ত বিক্ষোভ সবাই বক্তারা বলেন অনুতিবিলম্বে শাকসু নির্বাচন দিতে হবে। যদি শাকসু নির্বাচন নিয়ে টালবাহানা করে তাহলে আগামী দিনে আরো আন্দোলনের ডাক দেওয়া হবে।