
গাজীপুর প্রতিনিধি:
২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রাজনৈতিক মামলা, ধর্ষণ মামলা, ডাকাতির প্রস্তুতির মামলা, জিআর পরোয়ানা ও প্রসিকিউশনভুক্ত মামলার আসামীসহ রিমান্ডের আসামী রয়েছে। গ্রেফতারের পর সকল আসামীকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলায় (আওয়ামী লীগ – ডেভিল হান্ট ফেইজ-২) গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ জোবায়েদ হাসান ওরফে শিমুল (২৭)। তিনি গাজীপুর মহানগর ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ বিপ্লব আল জুবায়ের মোল্লা (২৪), কালীগঞ্জ, গাজীপুর।
ডাকাতির প্রস্তুতির মামলার তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার হন আলী হোসেন (৫৩), চান্দনা বুড়ির মোড়, বাসন থানা এলাকা থেকে।
জিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয় শাকিব (৩০), ভোগড়া (গরু কাটা ব্রিজ), বাসন।
এছাড়া প্রসিকিউশনভুক্ত মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয় খোরশেদ আলম (৩২) এবং শাকিল (২২)।
রিমান্ডের জন্য গ্রেফতারকৃত আসামীরা হলেন—
মোঃ মোকারম (৩১), মোঃ সজিব হোসেন (২৮), মোঃ লিটন (২৮), মোঃ ফয়সাল ভূইয়া ওরফে নাঈম (২২) এবং সবুজ (১৯)।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত রিমান্ডের আসামীসহ মোট ১১ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।