
গাজীপুর প্রতিনিধি:
গণভোট ২০২৬ উপলক্ষ্যে গাজীপুরে পেশাজীবী ও সর্বসাধারণের অংশগ্রহণে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ০০ মিনিটে গাজীপুর জেলার বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনাব ফয়েজ আহমদ তৈয়্যব। গাজীপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলম হোসেন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনের সর্বস্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।” তিনি আরও বলেন, “ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে আসন্ন গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” সকলের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণই সংস্কার প্রক্রিয়াকে টেকসই করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মতবিনিময় পর্বে প্রধান অতিথি উপস্থিত পেশাজীবী ও সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সভায় অংশগ্রহণকারীরা গণভোট ২০২৬ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মত দেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, গণভোট ২০২৬ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্বুদ্ধকরণ সভা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।