
(নওগাঁ) উপজেলা প্রতিনিধি:
অদ্য ২১-০১-২০২৬ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দ কপি তুলে দেন।
৪৯ নওগাঁ, (মান্দা-৪) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জনাব খন্দকার আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ একরামুল বারী টিপু ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন লাঙ্গল মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর সকল দলের নেতা কর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। বাংলাদেশ নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী একুশে জানুয়ারি পর্যন্ত সকল রকম প্রচার প্রচারণা বন্ধ আছে। ২১ তারিখের পর সকল প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যেতে পারবে। তাই প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা সকল নেতা কর্মীকে ধৈর্য এবং শৃঙ্খলার সাথে থাকতে বলেন।