
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলা, সিআর পরোয়ানা ও প্রসিকিউশনভুক্ত মামলার মোট ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অভিযানে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট রাজনৈতিক মামলার (ডেভিল হান্ট ফেজ–২) দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন বাসন থানা শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুস সোবহান (৫৫) এবং সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির মিয়া (৪৫)।
এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কামরুল হাসান জয় (২৬)–কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, বিভিন্ন প্রসিকিউশনভুক্ত মামলায় নারী ও পুরুষ মিলিয়ে আরও ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা গাজীপুর মহানগরীসহ ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, শেরপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নওগাঁসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বাসন থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।