
বিশেষ প্রতিনিধিঃ
শনিবার, নওগাঁ পুলিশ লাইন সভাকক্ষে জেলা পুলিশের মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠানিকভাবে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করা হয়েছে ।
সামগ্রিক কর্মতৎপরতা, অপরাধ দমন, মাদব নির্মূলে বিশেষ ভূমিকা,জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ডিসেম্বর–২০২৫ মূল্যায়নে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ওসি হিসেবে আসাদুজ্জামান আসাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “এই স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। পত্নীতলা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এই অর্জন থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফসল।”
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান আসাদ এর বাসা টাংগাইল জেলার ঘাটাইল সেনানিবাস এলাকায়।