
(নওগাঁ)মান্দা প্রতিনিধি:
আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মকে-কে আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী কে সদস্য সচিব করা হয়েছে।
গত সোমবার রাতে দলীয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু ও নওফেল আলী মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট কুমার বিশ্বজিৎ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, নজরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক।
দলীয় নেতারা জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডকে আরো সুসংগঠিত ও গতিশীল করতে এই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনকালীন মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা দলীয় সমন্বয়ে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এই কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন। এখানে নেতার আরো বলেন তারা ধানের শীষের পক্ষে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন।