শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :

ব্যানার-ফেস্টুনে নির্বাচনি প্রচারনার অভিযোগে,কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনের নৌকার প্রার্থীকে শোকজ

মো: আমিনুল ইসলাম
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

কুমিল্লা জেলা প্রতিনিধি:

ব্যানার-পোস্টার লাগানো ও প্রচারণার অভিযোগে কুমিল্লা-৩(মুরাদনগর) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আব্দুল্লা হারুনকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
বুধবার (১৩ ডিসেম্বর) এই শোকজ করা হলেও তা জানাজানি হয় শুক্রবার (১৫ ডিসেম্বর),কুমিল্লা-৩ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা আদালত-৩ এর যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রূপা নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রূপা স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয় মুরাদনগর উপজেলার ধামঘর এলাকার মহব্বত আলীর ছেলে বসির আহাম্মদ কুমিল্লা জেলা রিটার্নং অফিসার বরাবর লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন।
সেখানে তিনি উল্লেখ করেন (নৌকার প্রার্থী ইউসুফ আব্দুল্লা হারুন) তফসিল ঘোষণার পর থেকে ধারাবাহিক ভাবে আচরণবিধি লঙ্ঘন করে নিজ উদ্যোগে ও অর্থায়নে উপজেলাব্যাপী ছবি ও প্রতিক সম্বলিত সাদাকালো ও রঙিন ব্যানার স্থাপন করেছেন।
বিগত ৩০ নবেম্বর স্বয়ং উপজেলাব্যাপী হ্যান্ড মাইক নিয়ে পথসভা করেছেন।
আপনার (নৌকার মনোনীত প্রার্থী ইউসুফ আব্দুল্লা হারুন) সমর্থক মো: রফিকুল ইসলাম তার ফেইসবুক একাউন্ট থেকে নিয়ম-বহির্ভূতভাবে নির্বাচনি প্রচাণার সময় ধারণকৃত ভিডিও আপলোড করেন,নির্বাচনি আচরণবিধি সম্পূর্ণরূপে উপেক্ষা করে উপজেলাব্যাপী পথসভা,ঘরোয়াসভা,ব্যানার-ফেস্টুন,সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার প্রকাশসহ সর্বোচ্চ পর্যায়ের নির্বাচনি গণসংযোগে লিপ্ত আছেন যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ।
এমতাবস্থায়,অভিযোগের জবাবের স্বপক্ষে সাক্ষ্যপ্রমাণসহ শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় যুগ্ম জেলা ও দায়রা জজ-৩ আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102