
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়ন এর উত্তর লক্ষ্মীপুর সাতঘর হাটির গ্রামের মরহুম শেখ সাদী দ্বিতীয় ছেলে ইটালি প্রবাসী শেখ মোবারক হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন,সেই সপ্ন পুরন করলেন আপন ছোট ভাই শেখ মোশাররফ,

শুক্রবার বিকাল ২ ঘটিকায় বর রাজকীয় পোশাক পরে উত্তর লক্ষ্মীপুর সাতঘর হাটি গ্রাম থেকে বিয়ে করতে যান ব্রাহ্মণবাড়িয়া সদর বাদুঘর গ্রামে,কনে হলেন বাদুঘর গ্রামের আক্তার কমিশনার এর বাড়ির লিটন মিয়া বড় মেয়ে সামিয়া আক্তার ,বর শেখ মোবারক হেলিকপ্টার থেকে নামার পর কনে সামিয়া আক্তারের পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে কনের বাড়িতে হেলিকপ্টার নামার পর এলাকাবাসী দেখতে কৌতুহলী উৎসব পূ্র্ণ
ভীর জমান,নিরাপত্তা দায়িত্ব পালন করেন পুলিশ,হেলিকপ্টার চড়ে বিয়ের স্বপ্ন করতে পেরে তার পরিবার ও আত্মীয়-স্বজনরা সবাই খুশি। এতে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।