
সরাইল উপজেলা প্রতিনিধি :

সরাইল উপজেলা সূর্যকান্দি শেখ নাজির দরগাহ এলাকায় সরিষা জমি পরিদর্শনে আসেন, জেলা কৃষি কর্মকর্তা ডিটিও মুন্সি তোফায়েল, সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা একরাম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামিমা জেসমিন। উনারা উক্ত ফসিল মাঠ পরিদর্শন শেষে এই এলাকায় সরিষা জমিতে বাম্পার ফলন হয়েছে জানান।পাশাপাশি উনারা আগামী দিনে সরিষা ফলন কৃষকরা ব্যাপক চাষাবাদ করার জন্য উৎসাহ প্রদান করেন।