
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
ফরিদপুরের সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে এ নোটিশ প্রদান করা হয়। তিনি জাতীয় সংসদীয় আসন-২১৪-এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণ বিধিমালার নির্দিষ্ট কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে। ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে এখনো পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন কিংবা তার নির্বাচনী শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। এরই মধ্যে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে এ নোটিশ প্রদানের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।