
নওগাঁ মান্দা নিজস্ব প্রতিনিধি:
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর এলাকাতে পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসার সাথে জড়িত ও যোগাযোগ থাকার অভিযোগে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা।
নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ০৬-০১-২০২৬ তারিখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ বিকেল ০৪.৩০ ঘটিকার সময় জানতে পারে যে, দুই জন ব্যক্তি পত্নিতলা থানাধীন নজিপুর পৌর এলাকায় পালপাড়ায় জনৈক স্বপন ভাওয়ালের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে আসামি ১। সুদেব হালদার (৩৮) পিতা-মৃত সুশীল হালদার, সাং চকমূলী ডাংগাপাড়া, থানা- পত্নীতলা জেলা নওগাঁ ও আসামি ২। বিমল চন্দ্র (৫৪) পিতা যোগেশ চন্দ্র, সাং নজিপুর ব্রীজ পাড়া থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ দের দেহ তল্লাশী করে। তল্লাশী কালে আসামি সুদেব হালদারের হেফাজত হতে ২৫ বোতল ফেন্সিডিল ও আসামি বিমল চন্দ্রের হেফাজত হতে ২৫ বোতল ফেন্সিডিল মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে পত্নীতলা থানায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ‘নওগাঁ জেলায় আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান /কার্যক্রম আরো জোরদার করা হবে। সেই সাথে জেলা গোয়েন্দা শাখা কে আরো শক্তিশালী করা হবে।’