
নওগাঁ মান্দা প্রতিনিধি :
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ০৬-০১-২০২৬ তারিখে ভোররাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ভোর ০৫.৩০ ঘটিকার সময় জানতে পারে যে, তিন জন ব্যাক্তি গাজা নিয়ে পঞ্চনগর এক্সপ্রেস ট্রেন থেকে নেমে শান্তাহার স্টেশন হতে নওগাঁ সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মোড়ে অবস্থান করছে।
জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে তিন জন ব্যাক্তির দেহ তল্লাশী করে। তল্লাশী কালে আসামি ১। শরিফ মিয়া (২৫) পিতা শহিদ মিয়া সাং পতইর থানা নাসির নগর জেলা ব্রাহ্মনবাড়িয়া এর হাতে থাকা স্কুল ব্যাগ থেকে কচ টেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলায় দুই কেজি করে চার কেজি গাজা ২। আসামি একরামুল হোসেন রাসেল (৩০) পিতা হারুনর রশীদ সাং হরিপুর থানা কসবা জেলা বাহ্মনবাড়িয়া এর হাতে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে কচ টেপ দিয়ে মোড়ানো দুই টি পোটলায় দুই কেজি করে চার কেজি গাজা সর্বমোট ০৮ কেজি উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে। এ সময় ১ ও ২ নং আসামির সহযোগী আসামি ৩। শরিফ উদ্দিন (৩০) পিতা শফিকুর রহমান থানা আশুগঞ্জ জেলা বাহ্মনবাড়িয়া কে ও গ্রেফতার করেন। আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
নওগাঁ জেলা পুলিশ মাদক নিয়ন্ত্রণে আগামী দিনে অভিযান আরো জোরদার করবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা।