
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ০৪ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১টি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ মামলায় কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে
মোট মামলা: ০১টি
মোট অর্থদণ্ড: ১,০০,০০০/- টাকা
কারাদণ্ড: নেই
এসময় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আল আমিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।