
নিউজ ডেস্ক:
রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ফোনালাপের সময় দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আলাপকালে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অবস্থা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়েছে। দুই নেতা এমন সংলাপ এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এসেছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাচ্ছে। এই দেড় বছরের মধ্যে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার সাক্ষাৎ করেছেন এবং বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণে একমত পোষণ করেছেন।