
নিউজ ডেস্ক :
ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের চেষ্টা নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন।
মহাসচিবের অফিসের মুখপাত্র সতর্ক করে জানান, এ ধরনের অভিযান আন্তর্জাতিক ক্ষেত্রে ‘বিপজ্জনক নজির’ গড়ে তুলতে পারে।
মুখপাত্র আর ওবলেন বলেন, গুতেরেস সবাইকে আন্তর্জাতিক আইনের সম্মান ও জাতিসংঘের চুক্তি মেনে চলার গুরুত্ব সম্পর্কে পুনর্বার জোর দিয়েছেন। তিনি বিশেষ করে আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডে উদ্বিগ্ন।
জাতিসংঘ মহাসচিব ভেনেজুয়েলায় মানবাধিকার রক্ষা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে দেশের সব পক্ষের মধ্যে ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপ’ শুরু করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এ হামলার তীব্র নিন্দা জানায়, যারা ভেনেজুয়েলার প্রধান মিত্র হিসেবেও পরিচিত। অন্যদিকে, মার্কিন মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতা থেকে অপসারণকে স্বাগত জানিয়েছে এবং দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনের প্রত্যাশা প্রকাশ করেছে।