
নিউজ ডেস্ক :
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখাই সবচেয়ে ভালো হতো। তবে এই পরিস্থিতিতে দেশে আইপিএল সম্প্রচার চালু রাখা হবে কি না—সে বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন তিনি।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রিজওয়ানা হাসান।
তিনি বলেন, একজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার পর রাজনৈতিক যুক্তি দেখিয়ে বাদ দেওয়া হলে সেটির প্রভাব শুধু মাঠে নয়, সাধারণ মানুষের মনেও পড়ে। বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিয়ে এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এমন বাস্তবতায় রাষ্ট্রের পক্ষ থেকেও একটি অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।
দেশে আইপিএল সম্প্রচার অব্যাহত থাকবে কি না—এ প্রশ্নে তিনি জানান, পুরো বিষয়টি আইনি কাঠামোর মধ্যে পর্যালোচনা করা হবে। পাশাপাশি কী কারণে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হলো, সেটিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, সরকার সম্প্রচার অধ্যাদেশ ও মিডিয়া কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে গণভোট ও নির্বাচনসংক্রান্ত বিষয়গুলো জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ বজায় আছে বলেও তিনি মনে করেন।
তিনি অভিযোগ করেন, একটি মহল আইনশৃঙ্খলার অজুহাত তুলে নির্বাচন নিয়ে ভিন্ন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছে। তবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে যাওয়ায় তাদের অংশগ্রহণের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন তিনি।