
নিউজ ডেস্ক :
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এরই মধ্যে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পুনর্বিবেচনার আহ্বান জানান। মূলত মুস্তাফিজকে কলকাতাভিত্তিক একটি দল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই এই বিতর্কের সূচনা হয়।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচই পড়েছে ভারতে। যদিও টুর্নামেন্টের কিছু ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, তবে গ্রুপপর্বে টাইগারদের সেখানে কোনো ম্যাচ নেই।
ভেন্যু পরিবর্তনের দাবির প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, হাতে সময় কম থাকায় এখন ম্যাচ স্থানান্তর করা প্রায় অসম্ভব। বিসিসিআইয়ের একটি সূত্র ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া মানে বড় ধরনের লজিস্টিক জটিলতায় পড়া।
সূত্রটি আরও জানায়, প্রতিপক্ষ দলগুলোর ফ্লাইট, হোটেল বুকিংসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হঠাৎ করে এসব পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। পাশাপাশি প্রতিটি ম্যাচের সঙ্গে সম্প্রচার ব্যবস্থাপনা ও সময়সূচিও জড়িত বলে উল্লেখ করেন তিনি।
বিসিসিআই সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, যার একটি শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। সেখানে আলাদা সম্প্রচার টিমও প্রস্তুত রয়েছে। ফলে বিষয়টি বলা যতটা সহজ, বাস্তবে তা কার্যকর করা ততটাই কঠিন।
এর আগে এক ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো জাতীয় দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা নিরাপদ—সে প্রশ্ন থেকেই যায়।