
নিউজ ডেস্ক :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম ধাপের গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে প্রায় ৬৮ হাজার শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতির আবেদন করা হয়েছে।
এনটিআরসিএর প্রশাসন শাখার এক কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজনীয় চাহিদাপত্র আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই শেষে অনুমোদন পাওয়া গেলে বিজ্ঞপ্তি প্রকাশসহ পরবর্তী কার্যক্রম শুরু হবে।
সংস্থাটির সূত্র জানায়, গণবিজ্ঞপ্তির প্রস্তুতির অংশ হিসেবে আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের বেশি পদের তথ্য পাওয়া যায়। তবে এসব তথ্য যাচাই করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে আলাদাভাবে চিঠি পাঠানো হয়।
যাচাই শেষে দেখা গেছে, প্রাথমিক তালিকার মধ্যে ৬৮ হাজার পদ প্রকৃত অর্থেই শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের জন্যই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চূড়ান্তভাবে অনুমোদন চাওয়া হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১৭ জুন এনটিআরসিএ এক লাখ ৮২২টি পদের বিপরীতে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তির আওতায় পরবর্তী সময়ে প্রায় ৪১ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের সুপারিশ করা হয়, যার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ পূরণ সম্ভব হয়।
এনটিআরসিএ সংশ্লিষ্টদের প্রত্যাশা, মন্ত্রণালয়ের সম্মতি মিললে খুব শিগগিরই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। এতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।